আড়াইহাজারে জিয়া শিশু-কিশোর সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আড়াইহাজারে জিয়া শিশু-কিশোর সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাআড়াইহাজার উপজেলার জিয়া শিশু-কিশোর সংগঠনের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সোনারগাঁওয়ের রয়েল রেস্টুরেন্টে এক সভার মাধ্যমে এ কমিটি অনুমোদন করেন জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাজেদুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান এবং সহ-সভাপতি মো. আল আমিন।
কমিটিতে মো. ইয়াছিন আরাফাত জিকু সভাপতি, ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক এবং জুয়েল আহাম্মেদ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল কবির, সহ-সভাপতি মো. আল আমিন মোল্লা, জিয়াউল হক ভূঁইয়া মুকুল, মো. আলী হোসেন মোল্লা, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া (রোমান), মো. আবু বকর সিদ্দিকী, মো. মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব, মো. শাহিন আলম, মাহফুজ আনাম ইফতি, রাকিবুল হাসান শিহাব, মোহাম্মদ জিহাদ, অর্থ বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. লিটন মিয়া, মো. রিফাত, দপ্তর সম্পাদক মো. মারজিদ আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক মো. ইয়ামিন, প্রচার সম্পাদক মো. কাউসার, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান ফিদা, সমাজ সেবা সম্পাদক মো. শাহজালাল, ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুব আলম, কার্যকরী সদস্য তামিম আহমেদ তুষার, রাশিদুল ইসলাম রাশেদ, মো. সাজিদ মিয়া, মো. মাসুদ রানা, মো. হানিফার নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি মো. ইয়াছিন আরাফাত জিকু বলেন, “নতুন নেতৃত্বকে আমরা সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করব। সকল সদস্যের সহযোগিতায় আমরা জিয়া শিশু-কিশোর সংগঠনকে আরও গতিশীল করে তুলতে চাই।”