বন্দরে লুণ্ঠিত মালামাল সহ দুই ডাকাত গ্রেপ্তার
আশুলিয়া থেকে বন্দরে আসা একটি ব্যাটারী ফ্যাক্টরির ট্রাকসহ কোটি টাকার নতুন ব্যাটারি তৈরির কানেক্টর লুটের ঘটনায় পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আসলাম (৩৩) এবং জাবেদ হোসেন শান্ত ওরুফে চৌক্কা (২২)।
এ ঘটনাটি ঘটেছিল গত বুধবার রাতে, মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতাল এলাকায়। ঢাকা জেলার আশুলিয়া কবিরপুরের গ্রীন ডাইনেস্টি লিমিটেড ব্যাটারি ফ্যাক্টরি থেকে ৪ লাখ ৭৫ হাজার পিছ ব্যাটারি কানেক্টর নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জ বন্দরের লক্ষনখোলা এলাকায় ডিজিডিসি চায়না ব্যাটারি ফ্যাক্টরির উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি ইস্পাহানি তালতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ১২-১৫ জন ডাকাত অস্ত্রের মুখে ট্রাকটির চালক ও হেলপারকে জিম্মি করে তাদের নামিয়ে দিয়ে মালামাল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপক মোসলেম আলী বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ধামগড় মনারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত আসলামকে গ্রেপ্তার করেন। তার দেয়া তথ্য অনুযায়ী ১৩,২৮০ পিছ কানেক্টর উদ্ধার করা হয় এবং আরও এক ডাকাত, জাবেদ হোসেন শান্ত, গ্রেপ্তার হন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।