১০ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪১, ৯ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে বায়ুদূষণ রোধে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সোনারগাঁয়ে বায়ুদূষণ রোধে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সোনারগাঁয়ে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তিনটি স্টিল মিলসে এ অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন।

স্টিল মিলসগুলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লঙ্ঘন করেছিল। এ কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক তাদের জরিমানা করা হয়।

অভিযানে মুনতাহা স্টিল মিলস লিমিটেডকে ২ লক্ষ টাকা, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস ১ লক্ষ টাকা কে, রহিম স্টিল মিলস লিমিটেড ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়