০৯ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৮, ৮ জানুয়ারি ২০২৫

ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩ দিন পর সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার

ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩ দিন পর সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর সবজি বিক্রেতা আমির হোসেনের (৫০) মৃতদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৭টায় নারায়ণগঞ্জ শহরের বরফকল ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত আমির হোসেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকার বাসিন্দা এবং মৃত জাব্বার আলী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী প্রতিদিনের মতো গত রোববার (৫ জানুয়ারি) সকাল ৬টায় সবজি কেনার উদ্দেশ্যে স্কুলঘাট দিয়ে ট্রলারে নদী পার হচ্ছিলেন। ওই সময় তিনি ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন। স্বামীকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

বুধবার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি মৃতদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। রোকেয়া বেগম ঘটনাস্থলে এসে মৃতদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়