০৮ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৪, ৭ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে সাবেক ছাত্রদল নেতার বসতঘরে দুর্বৃত্তদের গুলির অভিযোগ 

রূপগঞ্জে সাবেক ছাত্রদল নেতার বসতঘরে দুর্বৃত্তদের গুলির অভিযোগ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহর বসতঘরে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। অভিযোগ রয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়ায় এ ঘটনা ঘটে।

মাসুম বিল্লাহ জানান, গত ৫ আগস্ট থেকে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তারা মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে গত ৫ জানুয়ারি এলাকাবাসী মাদক ও সন্ত্রাসবিরোধী একটি বিক্ষোভ মিছিল করেন। এতে স্থানীয় মাদক কারবারি শাহিন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী প্রতিহত করে এবং শাহিনের এক সহযোগীকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার জেরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তার বসতঘরে গুলি চালায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, "ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।"

সর্বশেষ

জনপ্রিয়