ফতুল্লায় শীতবস্ত্র বিতরণ করল আমরা মোহামেডান
অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লার দাপা-ইদ্রাকপুরস্থ ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরিন হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ফারজানা রহমান চৈতি, মজিবর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির সভাপতি খোরশেদ আলম নাসির, সাধারণ সম্পাদক ডি.এইচ. বাবুল, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, আক্তার হোসেন, ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন, সমাজসেবক আব্দুল আজিজ ও আউয়াল শাহীন।
প্রধান অতিথি শিরিন হাবিব বলেন, "আমার স্বামী মরহুম হাবিবুর রহমান হাবিব যে ভালো কাজগুলো করে গেছেন, আমি যেন সে কাজগুলো চালিয়ে যেতে পারি। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আমি এই এলাকার মেয়ে, ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে যেকোনো ভালো কাজে অংশগ্রহণ করতে চাই।"
মরহুম হাবিবুর রহমান হাবিব ছিলেন আমরা মোহামেডানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক।