তারেক রহমান ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন: মুকুল
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ধামগড় ও মদনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইস্পাহানি বাজার ও মদনপুর বাজারে এই কার্যক্রমে নেতৃত্ব দেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল।
লিফলেট বিতরণকালে মুকুল বলেন, "স্বৈরাচার হাসিনা সরকার দেশে যে জুলুম নির্যাতন চালিয়েছে, তা থেকে মুক্তি পেতে হলে তারেক রহমানের ৩১ দফা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। এই কর্মসূচিতে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে আমরা তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।"
তিনি আরও বলেন, "এই জালিম সরকারের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এই দুঃসময়ে আমাদের নেতা তারেক রহমানের বিশাল অবদান রয়েছে। তিনি ছাত্র জনতা এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন।"
লিফলেট বিতরণ কার্যক্রমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট বিল্লাল হোসেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাসেল, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নেসার উদ্দিন, ২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম, বন্দর উপজেলা যুবদল নেতা ইব্রাহিম খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এছাড়া ধামগড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেন, সাধারণ সম্পাদক অহিদ ভূঁইয়া, বিএনপি নেতা বাবু মেম্বারসহ অঙ্গ সংগঠনের বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের পাশাপাশি স্থানীয় জনগণকে বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সচেতন করা হয় এবং জনগণকে এই কর্মসূচিতে সম্পৃক্ত হতে আহ্বান জানানো হয়।