রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান পারভীনের
নারায়ণগঞ্জ আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি আড়াইহাজার সদর, ফতেপুর, উচিতপুরা, বিশনন্দী, মাহমুদপুর ও গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণের পাশাপাশি কয়েকটি পথসভায় পারভীন আক্তার ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জনগণকে আশ্বস্ত করেন। তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"
এছাড়া তিনি আড়াইহাজারে চলমান চাঁদাবাজির তীব্র সমালোচনা করে এর জন্য বর্তমান থানা পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন। তিনি বলেন, "চাঁদাবাজি বন্ধে যদি থানা পুলিশ ব্যর্থ হয়, তবে উপজেলা বাসিকে সঙ্গে নিয়ে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।"
এ সময় লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবি চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সাবেক জেলা তাঁতি দলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সিরিন সুলতানা, সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।