০৮ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ৫ জানুয়ারি ২০২৫

গ্রামবাসীর বাড়িঘরে গণপিটুনিতে নিহত ডাকাতের সহযোগীদের হামলা 

গ্রামবাসীর বাড়িঘরে গণপিটুনিতে নিহত ডাকাতের সহযোগীদের হামলা 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মুকুলের অনুসারীরা গ্রামবাসীর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। রবিবার দুপুর ৩টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মধ্যরাতে এক সংঘবদ্ধ ডাকাতদল জোগারদিয়া চকের একটি সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় প্রায় ৪০০ থেকে ৫০০ জন স্থানীয় লোকজন ডাকাতদলকে ঘেরাও করে। ৭/৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে আটক করে উত্তেজিত গ্রামবাসী গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল এবং তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় ৪টি ডাকাতি এবং একটি বিশেষ আইনে মামলা রয়েছে।

নিহত মুকুলের অনুসারীরা এ ঘটনার পর রোববার জোগারদিয়া এলাকায় হামলা চালায়। হামলায় রেজাউল করিমের বসতবাড়ি ও টেক্সটাইল মিলে ব্যাপক ভাংচুর করা হয় এবং প্রায় তিন লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। এছাড়া গ্রামে আরও কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে হিমেল মিয়া, আবু সিদ্দীক ও সোহেল মিয়ার নাম রয়েছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গ্রæপিংয়ের কারণে এই ঘটনা ঘটেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়