বন্দরে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বন্দরে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার শামীমা আক্তার মুন্নির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকায় অবস্থিত স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। তারা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তুলে ধরে তার পদত্যাগের দাবি জানান।
বক্তারা জানান, বন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার মুন্নি দলীয় প্রভাবে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। স্কুলে যোগদান করার পর থেকে তিনি একক সিদ্ধান্তে স্কুল পরিচালনা করেন এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের সম্মুখীন হন। এর ফলে ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে। তবে বরখাস্তকৃত প্রধান শিক্ষিকাকে স্কুলে পুনরায় বহাল রাখতে একটি মহল তদবির চালাচ্ছে। বক্তারা দুর্নীতিবাজ শিক্ষিকাকে পদত্যাগের দাবি জানিয়ে আরও বলেন, "এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর।"
এদিকে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।