০৮ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৭, ৫ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেক কাটার ভিডিও ভাইরাল

আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেক কাটার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অজ্ঞাত স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই উদযাপনের দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, একটি টিনের ঘরে সাতজন তরুণ মাস্ক পরে কেক কাটার সময় স্লোগান দিচ্ছেন। তারা "শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন" এবং "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগান দেন। পেছনে জাতীয় সংসদের সাবেক হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর একটি ছবি টাঙানো ছিল।

এ ঘটনা প্রকাশের পর উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানিয়েছেন, পুলিশ ভিডিওটি দেখে সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা করছে। আমরা অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছি।

সর্বশেষ

জনপ্রিয়