০৬ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ৩ জানুয়ারি ২০২৫

বন্দরে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও মালামাল লুটের অভিযোগ

বন্দরে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও মালামাল লুটের অভিযোগ

বন্দর বাজারের ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর এবং মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী শুয়াইব ইসলাম আলভীর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু সরকার, আকাশ, আবদুল্লাহ, মাইনুদ্দিন এবং রিফাতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ব্যবসায়ী আলভীর দাবি করেন গত বছরের ৩ আগস্ট অপর ব্যবসায়ী মাসুমের কাছ থেকে এম ওয়ান ইন্টারনেট প্রতিষ্ঠানটি ক্রয় করেন। সেই সঙ্গে বাবলুকে এ প্রতিষ্ঠানেই কর্মচারী হিসেবে নিয়োজিত রাখেন। পরে বাবলু সন্ত্রাসীদের নিয়ে তার ব্যবসার প্রতিষ্ঠান তালাবদ্ধ করে রাখে এবং সবকিছু লুট করে। নতুন মালিক আলভী পরবর্তীতে "ডট ক্যাবল" নামে পুনরায় ব্যবসা চালু করেন।

এরপর থেকেই সন্ত্রাসীরা তার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে মারধর করে, তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং সংযোগ ক্যাবল কেটে নিয়ে যায়।

সরকার পতনের পর বাবলু বিভিন্ন জায়গায় লুটপাট চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান কাগজপত্র হাতিয়ে নেয়। পরে ওই কাগজপত্র দিয়ে ভুয়া দলিল তৈরি করে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি তদন্ত করছে। বন্দর থানার ওসি বলেন, "আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেব।"

ব্যবসায়ী আলভীর জানান, "আমার কয়েক লাখ টাকার ক্যাবল ও প্রতিষ্ঠানের সামগ্রী লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তারা আমাকে বারবার চাঁদার জন্য হুমকি দিচ্ছে। তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাবলু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ক্ষমতা থাকাকালীন চাদাবাজি, চুরি, লুটপাটের মতো ঘৃণ্য কাজ করেছে।"

সর্বশেষ

জনপ্রিয়