আড়াইহাজারে এক রাতে চার বাড়িতে ডাকাতি, আহত ২
আড়াইহাজার উপজেলায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার রাতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী ও ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া এলাকায় চার বাড়িতে ডাকাতি এবং পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ২টার দিকে রামচন্দ্রদী প্রবাসী হোসেনের বাড়িতে ডাকাত দল অস্ত্রের মুখে নগদ ৫ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার লুট করে। একই সময় একই গ্রামের নছিমন চালক রহমানের বাড়িতে হানা দিয়ে নগদ ৫ হাজার টাকা এবং অন্যান্য মালামাল লুট করে। একই দল বাছেদের বাড়িতে হানা দিয়ে নগদ ৪ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
এছাড়া রামচন্দ্রদী পশ্চিমপাড়া গ্রামের হামিদের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী রহিমা এবং মেয়ে রাশিদাকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে ডাকাত দল পালিয়ে যায়।
রাতের অন্য সময়ে ঢাকা-আড়াইহাজার সড়কের সাদারদিয়া এলাকায় পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দল আব্দুল আউয়াল, ফারুক, মোজাম্মেল, আলমাছ এবং নুরুল আমিনের দোকানের সাটার ভেঙে প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"