রূপগঞ্জে পৃথক দুর্ঘটনায় সড়কে প্রাণ গেল ৩ জনের
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন-রূপসী সড়কে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার হাটাবো এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানার কলসকাঠির কালাম খানের ছেলে হৃদয় খান (২৬), রূপগঞ্জের হাটাবো এলাকার ফালানের ছেলে রাম দাস (৭০) ও গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭১)।
আহতরা হলেন- হৃদয়ের বন্ধু মুন্না ও শান্ত এবং পথচারী তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক।
স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, সকাল আটটার দিকে হাটাবো এলাকায় একটি মোটরসাইকেল ও ইটবোঝাই তিনচাকার যান নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী হৃদয় খান। গুরুতর আহত হন তার বন্ধু মুন্না ও শান্ত। তারা রাজধানীর নতুনবাজার এলাকা থেকে রূপগঞ্জ এলাকায় খেজুরের রস খেতে এসেছিলেন। রাজধানীতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
আহত মুন্না ও শান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে পৌনে নয়টার দিকে এ ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তিকে চাপা দেয় একটি দ্রুতগামী প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মারা যান রাম দাস ও ইবাদুল্লাহ। আহত হন তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক নামে আরও চারজন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ঘটনার পর প্রাইভেট কার ও ইটবোঝাই নসিমনের চালককে আটক করে পুলিশ। দু’টি যানবাহনও জব্দ করা হয়েছে।
তবে এই ঘটনায় বেলা তিনটা পর্যন্ত কোনো মামলা হয়নি।