০৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৮, ৩১ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, এক ডাকাত আটক

ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, এক ডাকাত আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে কয়লাবাহী জাহাজ এমভি সিক্স সিস্টার-২-এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর পালানোর সময় জাহাজের শ্রমিকদের সাহসিকতায় একজন ডাকাতকে আটক করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তি পটুয়াখালীর বাউফল থানার ধরাবান্দা গ্রামের আব্দুল মান্নান মুন্সি (৩০)।

চট্টগ্রাম থেকে কয়লা বোঝাই করে জাহাজটি ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশে রওনা দেয় এবং ৩০ ডিসেম্বর সকাল ৯টায় ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে। ৩১ ডিসেম্বর ভোর রাতে, ৫-৬ জন অস্ত্রধারী ডাকাত ইঞ্জিনচালিত ট্রলারে করে জাহাজে হামলা চালায়। তারা স্টাফদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ প্রায় ১ লাখ ৭ হাজার টাকার মালামাল লুট করে এবং স্টাফদের কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করে।

শ্রমিকদের চিৎকারে আশপাশের জাহাজের শ্রমিকরা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া দেয়। এতে একজন ডাকাতকে আটক করা হয়, তবে বাকিরা পালিয়ে যায়।

ফতুল্লা বক্তাবলী নৌফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান জানান, পলাতক ডাকাতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জাহাজের ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, "ডাকাতরা রাতের অন্ধকারে হামলা চালায় এবং আমাদের মালামাল লুট করে। শ্রমিকদের সাহসিকতার কারণে একজন ডাকাত ধরা পড়ে।"

জাহাজে আহত স্টাফদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী ও শ্রমিকরা নৌপথে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়