০৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ৩১ ডিসেম্বর ২০২৪

রেনেসাঁর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা 

রেনেসাঁর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা 

মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড. রুমন রেজা।

সংগঠনের সভাপতি মোখলেসুর রহমান তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহিদুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রতন, মহানগর তরুণ দলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দেলু, চুটকি ছড়ার জনক মালেক মাহমুদ, নজরুল গবেষক মোঃ হুমায়ুন কবির, পাগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, অঙ্কুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এম এ জাহের মোল্লা, পাগলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আরিফুল ইসলাম ও মিজানুর রহমান, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষক ও সাংবাদিক রণজিৎ মোদক।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও মুন্সিবাগ সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিজান মোল্লা।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ও সমাজকর্মীদের পাশাপাশি জুলাই-আগস্ট বিপ্লবে অগ্রণী ভূমিকা রাখা সংগঠকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

সর্বশেষ

জনপ্রিয়