ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেছেন, “বাংলাদেশে যুবসমাজ কী করতে পারে তার প্রমাণ রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার এবং আমাদের নেতা-কর্মীদের আন্দোলনে স্বৈরাচারীনি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী পুকুরপাড় এলাকায় প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যুবসমাজকেই দেশের ভবিষ্যৎ দায়িত্ব নিতে হবে। দেশের অগ্রগতির জন্য যুবসমাজকে ভালো রাখতে হবে। তারা যদি খারাপ পথে ধাবিত হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে।”
মাজেদুল ইসলাম বলেন, “খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। যুবসমাজকে খেলাধুলায় যুক্ত রাখতে হবে, যাতে তারা মাদকসহ কোনো খারাপ কাজে লিপ্ত না হয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এ্যাড. হাবিবুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সহ-সভাপতি আব্দুল আল-মামুন, এস.এম. আসলাম, সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ. তোফা, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিনুল হক রানা, অর্থ সচিব ইঞ্জিনিয়ার মো. রেজানুর রহমান, মহাসচিব রাজিব হোসেন।