০৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫০, ৩১ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানকে জরিমানা

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং নবায়নকৃত ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে আড়াইহাজার বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৫টি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা করা দোকানগুলোর মধ্যে বিক্রমপুর সুইটসকে ২,০০০ টাকা, মিন্টুর মিষ্টির দোকানকে ১,০০০ টাকা, মুসলিম সুইটসকে ৩,০০০ টাকা, ইমু সুইটসকে ৩,০০০ টাকা, এবং তামান্না সুইটসকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় আরও ১৫-২০টি দোকানকে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন জানান, "অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

অভিযানে উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী সাফায়েত সাদী, এবং উপসহকারী প্রকৌশলী মোজাহেদুল ইসলাম তুষার।

অভিযানে আড়াইহাজার থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সর্বশেষ

জনপ্রিয়