বন্দরে রাস্তা কেটে ড্রেজার পাইপ সংযোগ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক কেটে ড্রেজার পাইপ বসানোর অভিযোগ উঠেছে। কৃষি জমি ভরাটের উদ্দেশ্যে সড়ক কেটে এ পাইপ সংযোগ দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভের মুখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজেকুল ইসলাম খোকন এবং বিএনপির নেতা ও বন্দর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার রাসেল আল এনামুল হক মিলে এ কাজ পরিচালনা করছেন। তারা প্রশাসনের অনুমতি ছাড়াই সড়ক কেটে পাইপ বসিয়েছেন।
রাসেল মেম্বার দাবি করেছেন, "এসিল্যান্ড এবং ইউএনও’র সঙ্গে কথা বলে ড্রেজার পাইপ বসিয়েছি।" তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে তার একাধিকবার আলোচনা হয়েছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান রাসেল মেম্বারের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন। তিনি জানান, "আমার সঙ্গে ড্রেজার সংক্রান্ত কোনো কথা হয়নি। রাস্তা কেটে ড্রেজার পাইপ বসানো সম্পূর্ণ অবৈধ। এখনই লোক পাঠিয়ে ড্রেজার বন্ধ করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বন্দর উপজেলা ভূমি কর্মকর্তা রহিমা আক্তার ইতি বলেন, "ড্রেজার সংক্রান্ত বিষয়ে আমাদের সঙ্গে কোনো সমন্বয় হয়নি। অভিযোগ পাওয়ার পর আমরা ড্রেজার বন্ধ করার নির্দেশ দিয়েছি।"