বন্দরে চাঁদা না পেয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল যুবলীগ নেতা
নারায়ণগঞ্জ বন্দরে যুবলীগ নেতা মাসুম ও তার বাহিনীর বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসায়ীকে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাবলু সরকার বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ইন্টারনেট ব্যবসায়ী বাবলু সরকার বাদী হয়ে যুবলীগ নেতা মাসুম, আলভী, মন্টু মিয়া, সিয়াম, বিজয়সহ অজ্ঞাত আরও ৯-১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
গত ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বন্দর শাহীমসজিদ মোড়ে বাবলু সরকারকে আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে মাসুম গং। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেয়।
পরবর্তীতে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় যুবলীগ নেতা টাকলা মাসুমের নির্দেশে তার সন্ত্রাসী দল চাঁদা না পেয়ে শাহীমসজিদ নূরবাগ থেকে কোর্টপাড়া পর্যন্ত ইন্টারনেট ক্যাবল কেটে নেয় এবং প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাবলু সরকার জানান, "আমি দীর্ঘদিন ধরে এম ওয়ান নেট সার্ভিসের মাধ্যমে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছি। কিন্তু টাকলা মাসুম ও তার সহযোগীরা আমাকে চাঁদা দিতে বাধ্য করার জন্য নানাভাবে হয়রানি করছে।"
সরকারের পতনের পর থেকে যুবলীগ নেতা মাসুম তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তাদের এ ধরনের কার্যক্রমে এলাকার সাধারণ জনগণ আতঙ্কিত।
বাবলু সরকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।