০২ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫৬, ৩০ ডিসেম্বর ২০২৪

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়: আতাউর রহমান মুকুল

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়: আতাউর রহমান মুকুল

রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে শহর ও বন্দরে লিফলেট বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে নেতৃত্ব দেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মহানগর বিএনপির নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের ১ নম্বর খেয়াঘাট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন তিনি। এরপর তিনি শহরের লঞ্চ টার্মিনাল, বাস স্ট্যান্ড, ডিগবাবুর বাজার, নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট ও কালিবাজার এলাকায় পায়ে হেঁটে লিফলেট বিতরণ করেন।

আতাউর রহমান মুকুল বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার মূল উদ্দেশ্য একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকার গঠন করা। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রীয় কাঠামো সংস্কার সম্ভব নয়। দেশের সব সমস্যা সমাধানে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। বর্তমান ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমি বারবার নির্যাতিত হয়েছি, মামলা খেয়েছি, জেলে থেকেছি, তবু বিএনপি ছেড়ে যাইনি। এখনো মামলা খাচ্ছি, কিন্তু আমাদের লক্ষ্য পরিবর্তন হয়নি।”

তিনি আরও বলেন, “সংস্কার যদি সম্ভব হতো, তাহলে মন্ত্রণালয়ে আগুন লাগত না। তাই আমি জনগণকে বলতে চাই, উন্নয়ন ও সংস্কারের জন্য নির্বাচিত সরকার ছাড়া আর কোনো বিকল্প নেই।”

এসময় মুকুলের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আব্দুস সবুর খান সেন্টু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট আনিছ মোল্লা, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, আলহাজ্ব হান্নান সরকার, সুলতান আহাম্মেদ, দিদার খন্দকার, মেজবা উদ্দিন স্বপন, শহিদ মেম্বার, হাবিব মেম্বার, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কার্যক্রমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রায় ৫০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়