০১ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৬, ২৯ ডিসেম্বর ২০২৪

বিএনপি ক্ষমতায় এলে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে: মাজেদ

বিএনপি ক্ষমতায় এলে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে: মাজেদ

"আমরা জনগণের হাতে লিফলেট দিয়ে দিলাম, কিন্তু তা বুঝিয়ে না বললে জনগণ এর অর্থ ঠিকমতো বুঝতে পারবে না। জনগণকে লিফলেটের বিষয় ব্যাখ্যা করতে হবে,"—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মাজেদুল ইসলাম।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে।

মাজেদুল ইসলাম বলেন, "যেমন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পরপর দুই মেয়াদ নির্ধারণ করার অর্থ জনগণকে বুঝাতে হবে। এর অর্থ হলো, একজন ব্যক্তি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু বর্তমান সরকার শেখ হাসিনার মতো জোর করে ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ পাবে না। জনগণের ভোটের মাধ্যমেই এই প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।"

তিনি আরও বলেন, "জনগণকে বোঝাতে হবে যে, বিএনপি ক্ষমতায় এলে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। 'আমার ভোট আমি দেবো'—এই অধিকার নিশ্চিত করা হবে। জনগণের এই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।"

মাজেদুল ইসলাম বলেন, "বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি সুখী, সুন্দর এবং সমৃদ্ধশালী দেশ। কিন্তু শেখ হাসিনা সরকার এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।"

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহ-জাহান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান বিপ্লব, যুগ্ম-সম্পাদক আরিফ সাউদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়