ষড়যন্ত্রের বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতারাই যথেষ্ট: সীমান্ত প্রধান
নারায়ণগঞ্জে গডফাদার শামীম ওসমান বোরখা পরে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া ছানাপোনারাই গিয়াসউদ্দিনের বিরুদ্ধে বহুমুখি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধান।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে কুতুবপুরের মামুদপুর উচ্চ বিদ্যালয়ে কুতুবপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত ৩১ দফা বিষয়ক সভায় এই মন্তব্য করেন তিনি।
সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধান বলেন, এতদিন যারা শামীম ওসমানের সঙ্গে আপস করে চলেছেন, ব্যবসা-বাণিজ্য করে বুক ফুলিয়ে চলেছেন সেইসব ব্যক্তিরাই এখন গিয়াসউদ্দিনকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছেন।
তিনি আরও বলেন, গিয়াসউদ্দিন কখনই এই নারায়ণগঞ্জের গডফাদারের সঙ্গে কোনো আপস করেননি এবং কখনও করবেনও না। বিষয়টি বুঝতে পেরে সেসব চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসীরা তার বিরুদ্ধে একজোট হয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, তুমি যত বড় চাঁদাবাজ হও, যত বড় নেতাই হও, তোমাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সাবেক ছাত্রদল নেতারাই যথেষ্ট।
সীমান্ত প্রধান আরও বলেন, গিয়াসউদ্দিন সাহেব এই সমাজে ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান। আমরা তার নেতৃত্বে এই সমাজে ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠিত করবো। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো।
কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. খন্দকার আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, সাবেক সিনিয়র সহসভাপতি গাজী আনোয়ার, কমল চৌধুরী, জয়নাল আবেদীন, মাসুম ভূঁইয়া, জাকির হোসেন প্রমুখ।