বন্দর থানা যুবদলের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানা যুবদলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ের কদম রসুল কমিউনিটি সেন্টারের সামনে এ আয়োজন করা হয়।
দিনব্যাপী চলা এ কর্মসূচিতে ২০০-এর বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ আয়োজন বন্দর থানা যুবদলের ২৪নং ওয়ার্ড নেতা শুভ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। উদ্বোধক হিসেবে ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের নেতা নূরে এলাহি সোহাগ, রাফি উদ্দিন রিয়াদ এবং বন্দর থানা যুবদলের পারভেজ খান, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, মিনহাজ মিঠু, আঃ হাকিম, সজিব আহমেদ, আঃ রহমানসহ আরও অনেকে।
এছাড়াও বন্দর উপজেলা যুবদলের নেতা কামরুল হাসান রনি, অদুদ সাগর, সোহেল প্রধান, নাজমুল জোয়াদ্দার এবং জহিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।