২৯ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৪, ২৮ ডিসেম্বর ২০২৪

যুবকদের আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে: মাজেদ

যুবকদের আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে: মাজেদ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেছেন, “যুবকদের আগামীতে এই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে।” তিনি বলেন, “যত বেশি খেলাধুলায় অংশগ্রহণ করবে, ততই শরীর ও মনের স্বাস্থ্য ভালো থাকবে। খেলাধুলায় থাকার কারণে খারাপ মানসিকতা, নেশা বা অপকর্মের প্রতি প্রবণতা দূরে থাকে।” শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে জালকুড়ি বন্ধু মহল ফুটবল ক্লাবের উদ্যোগে ডিকবার ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাজেদুল ইসলাম আরো বলেন, “আজকের এই টুর্নামেন্ট প্রমাণ করেছে যে বাংলাদেশের যুবকরা অনেক কিছু করতে পারে। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং যুবক-ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো এই আন্দোলনে। আমি বিশ্বাস করি, আগামীতে যুবকরাই এ দেশের নেতৃত্ব দেবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও মনোযোগ দিতে হবে। ভালোভাবে পড়াশোনা করে সমাজের কাজে লাগো, এইটাই আমার তোমাদের কাছে চাওয়া।”

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ব্যবসায়ী শহীদুল মল্লিক, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, বিআইডব্লিউটিসি কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, মোক্তার হোসেন, শাহজাহান প্রমুখ।

অনুষ্ঠানটি আয়োজন করেন, জুবায়ের, মানিক, শাহীন ও নাহিদ।

সর্বশেষ

জনপ্রিয়