২৯ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৪, ২৮ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসী, চাঁদাবাজিতে জড়িত হলে ছাড় দেওয়া হবে না: রনি

সন্ত্রাসী, চাঁদাবাজিতে জড়িত হলে ছাড় দেওয়া হবে না: রনি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবুমার্কেট এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন যুবদল নেতা রুবেল হোসেন। ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এই কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। ফতুল্লা থানা যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সালাউদ্দিন রানার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, "জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত হলে তাদের ছাড় দেওয়া হবে না। দলের নির্দেশনা অমান্যকারী যে-ই হোক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও বলেন, "আমাদের নেতা তারেক রহমান কঠোর হুশিয়ারি দিয়েছেন, দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কাজ করলে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।"

তিনি যুবদল কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জিয়াউর রহমানের আদর্শে চলতে হবে এবং সবসময় খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।"

সর্বশেষ

জনপ্রিয়