রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আগুন, পরিকল্পিত দাবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
বৈষম্যবিরোধী ছাত্রদের সামাজিক সংগঠন প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পিএবি)-এর রূপগঞ্জ থানা সভাপতি জিদান মোল্লা জানান, "শনিবার দিবাগত মধ্যরাতে আগুন দিয়ে অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা।"
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুষ্কৃতকারীরা পেছন দিক থেকে আগুন লাগিয়ে পুরো অফিসটিকে পুড়িয়ে দেয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সফল হয়নি, এবং অফিসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
পিএবি কর্তৃপক্ষের মতে, এই অফিসটি শুধু একটি সাধারণ অফিস ছিল না, বরং এটি রূপগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছিল। স্থানীয়রা জানান, তারা ঘটনার পরই আগুন নেভানোর চেষ্টা করেন, এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ) সার্কেল মেহেদী ইসলাম বলেন, "ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"