সিদ্ধিরগঞ্জে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল
সিদ্ধিরগঞ্জের আইলপাড়া, নতুন আইলপাড়া, উত্তর হাজীগঞ্জ ও দোকান কমিটি এবং স্থানীয় যুব সমাজের যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে ২০তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত নাসিক ৮ নম্বর ওয়ার্ডের আইলপাড়া ভোকেশনাল রোডে এই বিশাল মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমির তাহরিকে খাতমে নুবুওয়্যাতে বাংলাদেশ শাইখুল হাদীস মুনাজেরে মিল্লাত আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ্ আব্বাবী ওয়া সিদ্দিকী। তিনি মোনাজাত পরিচালনা করেন এবং দেশবাসী ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করেন। মোনাজাত শেষে উপস্থিত মুসুল্লিদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মাদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী সাইয়্যেদ মুহাম্মাদ ওবায়েদ উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা সাইয়্যেদ মুহাম্মাদ মোস্তফা আহমাদ আমমিন আকিব আব্বাসী
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইব্রাহিম নিট গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাসুকুল ইসলাম রাজিব।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার হযরত মাওলানা আমজাদ হোসাইন আল কাদেরী, বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মাদ আব্দুর রহিম, আইলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি নূর মুহাম্মাদ, বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি শফিউদ্দিন আহমাদ সিরাজী, শাহজালাল (রা.) মসজিদের খতিব মাওলানা হাফেজ মো. কামরুজ্জামান
মাহফিল পরিচালনা করেন মারকাজু তাহরীকে খাতমে নুবুওয়্যাত কারামাতিয়া মাতলাউল উলূম মাদ্রাসার ছাত্র আল-আমিন আলিফ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আক্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. সাখাওয়াত হোসেন, মো. জামান, মো. হযরত আলী, মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।