২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ২৬ ডিসেম্বর ২০২৪

বন্দরে নাট্যকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই

বন্দরে নাট্যকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই

বন্দরের কৃতি সন্তান, বিশিষ্ট নাট্যকার, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার (৮২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টায় ঢাকার আগারগাঁওয়ের ষাটফিট এলাকায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ আসর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম এবং বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী নাসিরও এই শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আব্দুল হাই দূর্বার তার জীবদ্দশায় বন্দর বিএম ইউনিয়ন এবং সরকারি হাজী ইব্রাহিম মডেল স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি বন্দর সিরাজ দৌল্লা নাট্য দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে বন্দর উপজেলার বিভিন্ন মহল।

সর্বশেষ

জনপ্রিয়