২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৯, ২৫ ডিসেম্বর ২০২৪

বন্দরে পূর্ব শত্রুতার জেরে কমিউনিটি সেন্টারে হামলার অভিযোগ

বন্দরে পূর্ব শত্রুতার জেরে কমিউনিটি সেন্টারে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জেরে কদম রসুল কমিউনিটি সেন্টারে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় কমিউনিটি সেন্টারের মালিক নিয়াজ উদ্দিন (৫৩), তার ছোট ভাই ফয়সাল (৩০) এবং ভাগ্নে বাবু (৩৯) গুরুতর আহত হন।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বন্দর থানার নবীগঞ্জ টি হোসেন রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

কমিউনিটি সেন্টারের মালিক নিয়াজ উদ্দিন আহমেদের অভিযোগ অনুযায়ী, গোলাম হোসেন মিয়ার ছেলে তানজিল ও মিনতাজ, মাজু মিয়ার ছেলে বাপ্পী, হানিফ মিয়ার ছেলে শান্তসহ আরও ১৪ জন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।

বুধবার রাতে দেশীয় অস্ত্রসজ্জিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে কমিউনিটি সেন্টারের থাইগ্লাস এবং আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয় বলে অভিযোগ করেছেন মালিক।

আহত মালিক ও তার স্বজনদের স্থানীয়রা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

কমিউনিটি সেন্টারের মালিক নিয়াজ উদ্দিন আহমেদ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সন্ত্রাসীরা চাঁদার দাবিতে বারবার হুমকি দিয়ে আসছিল।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সর্বশেষ

জনপ্রিয়