সিদ্ধিরগঞ্জে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বৌবাজার এলাকার সাত তলা বাড়ির বাথরুম থেকে রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ঘটে। বুধবার (২৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
রহিমা খাতুন বৌবাজার এলাকার আব্দুর রব প্রধানের স্ত্রী। তার মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
মৃতের ছেলে আবু কাউছার রাজু দাবি করেছেন, “আমার মাকে গলা টিপে হত্যা করা হয়েছে। তার গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমার বিশ্বাস, আমার ভাই শামীম মাকে মেরে ফেলেছে। মায়ের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গেলে আমার ওপরও হামলার চেষ্টা করা হয়।”
তবে তার স্বামী আব্দুর রব প্রধান এবং অন্য পরিবারের সদস্যরা এ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন, যা তদন্তাধীন রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই সোহাগ জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
বৃদ্ধার লাশ যেখানে পাওয়া গেছে, সেটি তাদের বাড়ির বাথরুম। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।