২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ ডিসেম্বর ২০২৪

ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

টঙ্গীর ইজতেমা মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর  হামলা এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সাদপন্থীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌরাস্তা জামে মসজিদের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সোনারগাঁ উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন খাঁনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে শতাধিক শিক্ষক, ছাত্র এবং মুসল্লি অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “টঙ্গীর ইজতেমা মাঠে ঘটে যাওয়া হামলা মুসলিম ঐক্য ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী। এটি সম্পূর্ণ অমানবিক ও নিন্দনীয়। হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সরকারের উচিত এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।”

বক্তারা মুসলিম সমাজে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ

জনপ্রিয়