ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ
টঙ্গীর ইজতেমা মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সাদপন্থীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌরাস্তা জামে মসজিদের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন খাঁনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে শতাধিক শিক্ষক, ছাত্র এবং মুসল্লি অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “টঙ্গীর ইজতেমা মাঠে ঘটে যাওয়া হামলা মুসলিম ঐক্য ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী। এটি সম্পূর্ণ অমানবিক ও নিন্দনীয়। হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সরকারের উচিত এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।”
বক্তারা মুসলিম সমাজে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।