২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৩, ২৫ ডিসেম্বর ২০২৪

আজমেরীবাগ পঞ্চায়েতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আজমেরীবাগ পঞ্চায়েতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার আজমেরীবাগ ১ নম্বর রোড পঞ্চায়েতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার পঞ্চায়েতের উদ্যোগে ১৩০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হক, সহ-সভাপতি এডভোকেট কাজী আবদুল গাফ্ফার, কোষাধ্যক্ষ মো. আবু হানিফ এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যবৃন্দ।

আজমেরীবাগ ১ নম্বর রোড পঞ্চায়েত একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে। এদের কার্যক্রমের মধ্যে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, রমজানে ঈদ সামগ্রী বিতরণ, পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তায় মহল্লা পরিষ্কার রাখা, মশা ও ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো এবং মহল্লার শান্তি-শৃঙ্খলা রক্ষা উল্লেখযোগ্য।

পঞ্চায়েতের উদ্যোগে মহল্লায় সিটি ক্যামেরার আওতায় সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়