২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৮, ২৫ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে দেড় শতাধিক অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

সোনারগাঁয়ে দেড় শতাধিক অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ নাগরিক সমাজের আহ্বায়ক সাংবাদিক ফরিদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব পনির ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা পারভিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, ফেনী পরশুরাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার।

বক্তারা মানব সেবার ব্রত নিয়ে সমাজের কল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের কিছুটা সাহায্য করা আমাদের মানবিক দায়িত্ব।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, জি আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান, গর্ভনিং বর্ডির সদস্য তারেক মাহমুদ, সোনারগাঁ নাগরিক সমাজের কোষাধ্যক্ষ আবু হানিফ, আলতাফ হোসেনসহ আরও অনেক সমাজসেবক ও নাগরিক সমাজের সদস্যরা।

সর্বশেষ

জনপ্রিয়