২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৫, ২৫ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে ছিনতাইকৃত চিনি উদ্ধার, আটক দুই

আড়াইহাজারে ছিনতাইকৃত চিনি উদ্ধার, আটক দুই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ট্রাক ভর্তি ১৫ টন চিনি ছিনতাইয়ের ঘটনার দুই দিন পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ট্রাক এবং ১৫৪ বস্তা চিনি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ২২ ডিসেম্বর রাত ১২টার দিকে ঝিনাইদহ থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি ট্রাকে (ঝিনাইদহ-ট-১১-১১৭২) ৩০০ বস্তা চিনি মৌলভীবাজারে পাঠানো হচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি ছনপাড়া এলাকায় রাত ২টার দিকে সশস্ত্র ডাকাত দল ট্রাকটি থামায়। চালক ও হেলপারকে জোরপূর্বক ঘুমের ওষুধ সেবন করিয়ে অচেতন করে রাস্তায় ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সায়েম এবং এসআই মাযহারুল হকের নেতৃত্বে একটি পুলিশ টিম মঙ্গলবার রাতে আশুলিয়া, গৌরীপুর এবং সাভার জংশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি এবং ১৫৪ বস্তা চিনি উদ্ধার করে।

এসআই সায়েম জানান, "অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত চিনি এবং ট্রাক উদ্ধার করা হয়।"

এ ঘটনায় এ ব্যাপারে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ কর্তৃপক্ষ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করে। আটক দুইজনের নাম প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।তবে পুলিশ তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীদের নাম প্রকাশ করেনি। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, বাকী চিনি উদ্ধার ও অপরাপর জড়িতদেরকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়