ফতুল্লায় সন্ত্রাসীদের হাতে হোসিয়ারি শ্রমিক খুন
নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় সন্ত্রাসীদের হামলায় সিয়াম (১৮) নামের এক হোসিয়ারি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।
নিহতের মা কাঞ্চন জানান, সিয়াম অসুস্থতার কারণে কিছুদিন কর্মহীন ছিল। পনেরো দিন আগে তিনি একটি হোসিয়ারি কারখানায় কাজ শুরু করে। ঘটনার দিন রাত ৯টার দিকে সিয়াম মাকে ফোন করে জানায়, সে রাত ১০টার মধ্যে বাসায় ফিরবে। তবে রাত পৌনে ১০টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাসায় এসে জানান, সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগিনা সায়মন এবং মেহেদী, ইকরাম, আব্দুল্লাহ ও মহিউদ্দিনসহ কয়েকজন মিলে সিয়ামকে পিলকুনী পাচতলার সামনে থেকে অপহরণ করে। তারা তাকে অটোরিকশায় তক্কার মাঠ এলাকার একটি খানকা মাঠে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে। পরে রিকশায় করে সিয়ামকে আবার পাঁচতলার সামনে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সিয়াম নামের এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়েছে বলে খবর পেয়েছেন। তদন্তে দেখা গেছে, ডান উরুতে গুরুতর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।