বন্দরে তুলার কারখানায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার লক্ষণখোলা মাদ্রাসা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ২টি গোডাউন এবং তুলা তৈরি কাঁচামাল পুড়ে গিয়ে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানা মালিক মোশারফ মিয়া।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, তুলা উৎপাদনকারী মেশিনের ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ২টি গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।