বন্দরে সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে জিডি
বন্দরে চাঁদাবাজি সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক নীর বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন ডালিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বন্দর থানা যুবদল নেতা কাজী সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক ডালিম বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি সূত্রে জানা গেছে, মাহাবুব হোসেন ডালিম দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নীর বাংলা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। গত ৫ আগস্টের পর থেকে বন্দর কাজীবাড়ী এলাকার যুবদল নেতা কাজী সোহাগসহ তার সহযোগীরা ওই এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। এ বিষয়ক সংবাদ প্রকাশ করার পর থেকেই তারা সাংবাদিক ডালিমকে হুমকি দিতে থাকে।
এ ঘটনার ধারাবাহিকতায়, সোমবার (২ ডিসেম্বর) রাতে বন্দর উইলসন রোড এলাকায় কাজী সোহাগ এবং তার কয়েকজন সহযোগী সাংবাদিক ডালিমকে অকথ্য ভাষায় গালাগালি ও মারমুখী আচরণ করে এবং তাকে কুপিয়ে হত্যার হুমকি দেয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে।
সাংবাদিক ডালিম তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি দ্রুত নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।