০৪ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১২, ২ ডিসেম্বর ২০২৪

বন্দরে নভেম্বর মাসে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা

বন্দরে নভেম্বর মাসে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা

নারায়ণগঞ্জের বন্দর থানায় গত নভেম্বর মাসে বিভিন্ন অপরাধের ঘটনায় ৩৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য: ডাকাতি ১টি, চুরি ৩টি, ধর্ষণ ১টি, মাদক ১২টি, এবং অন্যান্য অপরাধের জন্য ১৯টি মামলা। এছাড়া, অপমৃত্যুর ঘটনায় ৮টি মামলা রেকর্ড করা হয়েছে। তবে, এ মাসে বন্দরে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।

পুলিশের সূত্রে জানা গেছে বন্দর থানা পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে ১২টি মাদক মামলায় ১৭ জন মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে, ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৮ কেজি গাঁজা, ২২৭ বোতল ফেনসিডিল। 

ওয়ারেন্ট তামিল অভিযানে গত মাসে জিআর মামলার ৩৭ জন, সিআর মামলার ৬৪ জন, সাজাপ্রাপ্ত ৮ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি তরিকুল ইসলাম বলেন, "বছরের অন্যান্য মাসের তুলনায় নভেম্বর মাসে বন্দরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং এ ধারা অব্যাহত থাকবে।"

সর্বশেষ

জনপ্রিয়