ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে আহত নাদিমের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে গণপিটুনির শিকার ছিনতাইকারী নাদিম (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত নাদিম সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় নিমাইকাশারির বাসিন্দা বারেক মিয়ার ছেলে।
রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, কাঁচপুর এলাকার ওমর নামের এক কাঁচামাল ব্যবসায়ী পাইকারি মালামাল কেনার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে চিটাগাং রোডে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশা তার সামনে এসে থামে। সিএনজিতে যাত্রীবেশে থাকা দুই ছিনতাইকারী ওমরের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং তাকে ছুরিকাঘাত করে। ওমর নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করলে পেছনে থাকা একটি ট্রাক চালক বিষয়টি দেখে সিএনজিটিকে ধাওয়া করে। ধাওয়ার পর ভুইগড় বাসস্ট্যান্ডে ট্রাক চালক সিএনজিকে আটকায়। এক ছিনতাইকারী পালিয়ে গেলেও নাদিমকে আহত অবস্থায় ওমর ধরে রাখেন। স্থানীয়রা ছুটে এসে নাদিমকে গণপিটুনি দেয়। সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত নাদিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে নাদিমের মৃত্যু হয়।
ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। ছিনতাই ও মৃত্যুর ঘটনায় পৃথক মামলা হতে পারে।