ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে নেয়ার চেষ্টা, বাস আটক
এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে যাওয়ার পথে স্থানীয়দের সহায়তায় বন্দরে প্রায় ১০/১২ টি বাস আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে বন্দর থানার দড়ি সোনাকান্দা, ফরাজিকান্দা, মদনগঞ্জ, ইস্পাহানি ও কুড়িপাড়া এলাকা থেকে বাসগুলো আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন কর্মসূচি আহ্বান করে। তাতে অংশগ্রহণের জন্য সংগঠনের কর্মীরা বন্দরের বিভিন্ন এলাকায় জড়ো হয়। তারা বাস যোগে ঢাকা যাওয়ার চেষ্টা করে। লোকজন জড়ো হতে দেখে স্থানীয়রা বাসগুলো আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বাসগুলো আটক করে নেতাকর্মীদের বাড়ি ফিরিয়ে দেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, লোকদেরকে ভুল বুঝিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সুদমুক্ত এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা বাসগুলো আটক রেখেছি। তদন্ত করে দেখছি। পরে আরও বিস্তারিত জানাতে পারবো। আমরা দেখছি, আরও কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা।