সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
'কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো' শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক খান, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান বেপারী, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি শাহজান, যুবদল নেতা রাকিব হাসান প্রমুখ।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুলের ক্রিকেট মাঠে ১৬ টি দল নিয়ে নক আউট পর্বের মাধ্যমে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দলগুলো হচ্ছে, সাঈদ স্মৃতি একাদশ, বেপারী একাদশ, কাদিরগঞ্জ কিংস একাদশ, আষাঢ়িয়ার চর গোল্ডেন স্টার ক্লাব, সুবর্ণ ক্রিকেট একাডেমি, সোনারগাঁ ৯৯ নোবেল মীর একাদশ, পৌরসভা ইয়াং স্টার, সোনারগাঁ ফাইটার্স, সোনারগাঁ প্রেস একাদশ, মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ, মাইটি ম্যাভরিক্স, বনানী ব্লাস্টার, জিনিয়াস ক্রিকেট একাডেমি, নবাবগঞ্জ মাহিন একাদশ, গজারিয়া ক্রিয়া স্পোর্টিং ক্লাব, ইউবিএ গ্ল্যাডিএটোর্স ক্রিকেট ক্লাব।
উদ্বোধনী খেলায় অংশ নেয় মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ বনাম বেপারী একাদশ। খেলায় বেপারী একাদশ জয় লাভ করেন।
টুর্নামেন্টে ঘরোয়া লিগের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররাও। হারুন-অর-রশিদ, ইয়ানবী, রুবেল ও সবুজ পুরো টুর্ণামেন্টটি পরিচালনা করবে বলেও জানান আয়োজক কমিটি।