০৪ ডিসেম্বর ২০২৪

প্রকাশিত: ২০:৩৬, ২০ নভেম্বর ২০২৪

আড়াইহাজার গোপালদী বাজারে আগুন

আড়াইহাজার গোপালদী বাজারে আগুন

আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪ ইউনিট ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ জন আহত ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) ভোরে বাজারের সিএনজি পট্টিতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, ভোরে বিকট শব্দ শোনা যায়। এরপর থেকেই আগুন। তারা আগুন নেভানোর চেষ্টা করে। একই সাথে ফায়ার সার্ভিসে ফোন দিলে মাধবদী ও আড়াইহাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন চলে আসে। 

মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন, বিকট শব্দের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত ঘটে। এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে তা তদন্ত শেষে বলা যাবে। 

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী।

সর্বশেষ

জনপ্রিয়