০৪ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ১৩ নভেম্বর ২০২৪

‘তর্কের জেরে’ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

‘তর্কের জেরে’ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় তর্কের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত সানোয়ারা বেগম (৩২) ওই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে।

খবর পেয়ে পুলিশ বাসা থেকে রক্তমাখা ছুরি উদ্ধার এবং স্বামী শফিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

স্থানীয়রা জানান, সিঙ্গাপুর প্রবাসী ছিলেন শফিকুল ইসলাম। মাত্র ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে বাড়ি ফেরেন তিনি। শফিকুল ও সানোয়ার দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, “ছোটমেয়ে মায়ের বারণ সত্ত্বেও ছাদে খেলতে যায়, এতে ক্ষিপ্ত হয়ে তাকে চর দেয় সানোয়ারা। এ নিয়ে স্বামীর সাথে তার তর্ক বাঁধে। তর্কের এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সানোয়ারার শরীরের কয়েকটি স্থানে আঘাত করে শফিকুল। ঘটনাস্থলেই মারা যায় সে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান শরীফুল ইসলাম।
 

সর্বশেষ

জনপ্রিয়