২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ১০ নভেম্বর ২০২৪

বন্দরে শীতলক্ষ্যা নদীর মাটি কেটে বিক্রির সময় ট্রাক আটক 

বন্দরে শীতলক্ষ্যা নদীর মাটি কেটে বিক্রির সময় ট্রাক আটক 

বন্দরে দিন দুপুরে শীতলক্ষ্যা নদীর মাটি কেটে ট্রাক যোগে অন্যত্র স্থানে বিক্রি করার সময় স্থানীয় এলাকাবাসী মাটি ভর্তি একটি ট্রাক আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় পালিয়ে যান আওয়ামী লীগ নেতা আমজাদ ওরফে বল্টু আমজাদসহ তার সহযোগীরা। রোববার (১০ নভেম্বর) বিকেল ৫টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার দেউলী এলাকার সন্ত্রাসী আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদ ও একই এলাকার রনীসহ তাদের তাদের সাঙ্গপাঙ্গরা দীর্ঘ দিন ধরে শীতলক্ষ্যা নদী পাড়ে অবাধে ভাবে মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। প্রতিদিনের ন্যায় রোববার বিকেলে আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদের নেতৃত্বে একই এলাকার অপর সন্ত্রাসী রনীসহ তার সাঙ্গপাঙ্গরা উল্লেখিত স্থান থেকে মাটি কেটে ঢাকা মেট্রো ড ১১-৩৭১৬ নাম্বার ট্রাকযোগে মাটি বিক্রি করার সময় স্থানীয় জনতা উক্ত গাড়ীটি আটক করে বন্দর থানা পুলিশ সোর্পদ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মাটি ভর্তি ট্রাকটি বন্দর থানায় পুলিশের হেফাজতে রয়েছে। গাড়ীটি থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অপর একটি সূত্রে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়