২৬ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩২, ৩ নভেম্বর ২০২৪

গার্মেন্টসের মাল লুটের মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রদল সভাপতি

গার্মেন্টসের মাল লুটের মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রদল সভাপতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় স্টিচ (বিডি) নিটওয়্যার লিমিটেড গার্মেন্টসের ট্রাক থামিয়ে ফেব্রিক ও টি-শার্ট লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে গার্মেন্টসের এইচআর এন্ড কমপ্লেক্স ম্যানেজার আবু মাহ্জুয়া শাহ্ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।

এই ঘটনায় সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এই মামলার অন্য আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. নুরুজ্জামান (৩০), মো. দিদার (২৫), মো. ডাবুল (২৮), মো. বাবুল (৩০)।
এছাড়াও মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর রাত সাড়ে নয়টায় গার্মেন্টস থেকে বের হওয়ার পর কোম্পানির গাড়ি থামিয়ে আসামিরা ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে আসামিরা ট্রাকটি ভাংচুর করে ও ট্রাকে থাকা রপ্তানিকৃত ফেব্রিক ও টি-শার্ট লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।

এ সময় আসামিরা ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকিও দেয় বলে জানান মামলার বাদী।

সর্বশেষ

জনপ্রিয়