মাদক থেকে বাঁচতে খেলাধুলার বিকল্প নেই: আলীম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আমিরজান কলেজ আন্ত: ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পূর্বাচল উপশহরের ১৩নং সেক্টরের ভোলানাথপুর খেলার মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২য় বর্ষ বনাম ১ম বর্ষ আন্ত: ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলামিষ্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আবদুল আলীম।
ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আমিরজান কলেজের চেয়ারম্যান জিল্লুর রহমান। ফুটবল টুর্নামেন্টে আরিফ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আমিরজান কলেজের পরিচালক সাইদুর রহমান, রূপগঞ্জ সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাসেল ভূঁইয়া, কলেজের উপাধ্যক্ষ হাসিনা আক্তার, আমিরজান স্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, আমিরজান কলেজের উপদেষ্টা আবু সাঈদ।
খেলায় ১-০ গোলে বিজয়ী দল ২য় বর্ষের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মীর আবদুল আলীম বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। আজকের এই ছাত্র সমাজই আগামীর দিনের ভবিষ্যত। তাই মানবিক সমাজ গড়তে তরুণদের স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানান তিনি।