ফতুল্লায় গৃহবধূ ধর্ষণ: আরও এক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় র্যাবের অভিযানে সজীব ওরফে বদনা সজীব (৪০) নামের আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সজীব ওরফে বদনা সজীব ফতুল্লার গাবতলী প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকার আ. মান্নানের ছেলে।
এর আগে, একই মামলার ৪ নম্বর আসামি জাকারিয়া ওরুফে নয়ন (৩০)-কে বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন নাজির মহল্লা এলাকা থেকে গত ১৭ এপ্রিল গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার গাবতলী প্রাইমারি স্কুলের পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলার একটি কক্ষে এক গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ১১ এপ্রিল একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিমের বিয়ের আগে অভিযুক্ত মাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর মাহিম নানা সময় তাকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। ঘটনার দিন মাহিম এজাহারভুক্ত অন্যান্য আসামিদের সহায়তায় ভাড়া বাসায় ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। কান্নাকাটি করলে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।