ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ১১ সদস্যের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২০২৭ সনের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকল সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক।
নবনির্বাচিত এ কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির আহ্বায়ক মো. মনির হোসেন।
নির্বাচনোত্তর প্রতিক্রিয়ায় ক্লাবের সভাপতি মো. মনির হোসেন বলেন, “আমরা সম্মিলিতভাবে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে চাই। একটি সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যেই ফতুল্লা রিপোর্টার্স ক্লাব কাজ করে যাবে ইনশাআল্লাহ।”
এদিকে, সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মো. মনির হোসেন বলেন, “নতুন উদ্যমে আমরা সাংবাদিকতা করব। বদলে যাওয়া নারায়ণগঞ্জের চিত্র গণমানুষের সামনে তুলে ধরাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”