০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ২৯ মার্চ ২০২৫

ফতুল্লায় শ্রমজীবী মানুষদের মাঝে বাসদের ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় শ্রমজীবী মানুষদের মাঝে বাসদের ঈদ সামগ্রী বিতরণ

শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাসদ ফতুল্লা শাখা। শনিবার (২৯ মার্চ) বিকাল ৫টায় পঞ্চবটি ধর্মগঞ্জে অনুষ্ঠিত এই উদ্যোগে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ফতুল্লা আঞ্চলিক শাখার আহ্বায়ক আশেকে রাসুল শাওন।

ঈদ সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “দ্রব্যমূল্যের চাপে শ্রমজীবী সাধারণ মানুষ পিষ্ট। মানুষ ইতিমধ্যে তার খাদ্য তালিকা থেকে খাবার কমিয়ে দিয়েছে। নিত্যপণ্যের দাম প্রতি নিয়ত বাড়ছে, তবে সরকার তা নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং ছাত্র-শ্রমিকরা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারী শাসন মুক্ত করেছে। বর্তমানে একটি অন্তবর্তী সরকার দেশ পরিচালনা করছে, তারপরও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ হয়নি এবং সিন্ডিকেট ভাঙেনি। মানুষের আয়ও বাড়েনি, ফলে শ্রমজীবী মানুষ ঈদকে কেন্দ্র করে চরম অনিশ্চয়তায় রয়েছে।”

নেতৃবৃন্দ সমাজের সামর্থবান মানুষকেও দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়